অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়া জানিয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বিদেশে তাদের অফিস ও অন্যান্য উদ্যোগে অর্থায়নের সক্ষমতা ব্যাহত হওয়ায় বিদেশে বেশ কয়েকটি কূটনৈতিক মিশন বন্ধ করে দিচ্ছে তারা।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শুক্রবার এক বিবৃতিতে বলেন, স্পেন, হংকং, অ্যাঙ্গোলা ও উগান্ডা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, পিয়ংইয়ং মোট ১০টি মিশন ও দূতাবাস বন্ধ করে দিতে পারে, যা তাদের বর্তমান কূটনৈতিক উপস্থিতির প্রায় ২০ শতাংশ।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিবেশ ও জাতীয় পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা কূটনৈতিক মিশন প্রত্যাহার ও স্থাপনের অভিযান চালাচ্ছি। কিছু দূতাবাস বন্ধ হয়ে গেলেও কিছু দূতাবাস খুলবে।
সূত্র: আল জাজিরা