অসামাজিক কর্মকাণ্ডের জন্য বন্ধ রাখা হয়েছে ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী সমিতি

। স্টাফ রিপোর্টার : ঢাকার মুগদায় অবস্থিত বাশার টাওয়ারের বিপরীতে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ সমিতি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। সমিতি জনকল্যাণে বহুমুখী পদক্ষেপ নিয়ে কর্মকাণ্ড করে আসছে। বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি নুর বক্স মজুমদার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম এবং কোষাধাক্ষ জাহাঙ্গীর কবির বাবর সমিতির অফিস কক্ষে প্রায়ই অসামাজিক কর্মকাণ্ড দেখতে পাওয়ায় আপাতত অফিস বন্ধ রাখার নির্দেশ দেয়। এতে সমিতির একটি পক্ষ অসন্তুষ্ট হওয়ায় বর্তমান সভাপতি, সেক্রেটারি এবং কোষাধক্ষের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনাদিত ভাবে বিভিন্ন বানোয়াট গুজব ছড়ায়। যারা গুজব ছড়াচ্ছে তাহারা সমিতির গঠনতন্ত্রের পরিপন্থি কাজ করছেন বলে জানিয়েছেন সভাপতি ও সেক্রেটারি। দ্বিতীয়তঃ সমিতির অফিস ঘেঁষে রাস্তা ও ড্রেনের কাজ চলোমান থাকায় অফিস পরিচালনায় সমস্যা হচ্ছে। রাস্তা সংস্কারের কাজ শেষ হলে এবং স্বার্থন্বেষী মহলের অশুভ পরিকল্পনায় সকল ষড়যন্ত্র এবং অসামাজিক কর্মকান্ড বন্ধ হলে অনতিবিলম্বে আলোচনার মাধ্যমে অফিস খোলা হবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি ও সেক্রেটারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *