আগস্টেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়তে পারে জাপান

আন্তর্জাতিক ডেস্ক: আগামী মাস অর্থাৎ আগস্টেই ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিশোধিত তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়তে পারে জাপান। এ বিষয়ে দেশটি জাতিসংঘের অঙ্গসংগঠন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) চূড়ান্ত অনুমোদনও পেয়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৪ জুলাই) জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। দীর্ঘ দুই বছর বিষয়টি নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর এই অনুমতি দেয় আইএইএ।

আইএইএ প্রধান রাফায়েল ম্যারিয়ানো গ্রসি মঙ্গলবার চারদিনের সফরে জাপান পৌঁছান। সেদিন তিনি দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেন। সেসময় তিনি জাপানের প্রধানমন্ত্রীর হাতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র হস্তান্তর করেন।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে জাপান প্রশান্ত মহাসাগরে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির তেজস্ক্রিয় পানি অবমুক্ত করতে পারে।
জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানি কর্মকর্তারা শীঘ্রই স্থানীয় জনগণ এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে ও প্রতিবেশী দেশগুলোর কাছে এ বিষয়ে চূড়ান্ত পরিকল্পনা ব্যাখ্যা করবেন। বর্তমানে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে বিভিন্ন সাইটে ১০০০টিরও বেশি বিশালাকার ট্যাংকে প্রায় ১৩ লাখ টন পানি সংরক্ষণ করে রাখা হয়েছে।

ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার বিষয়টি নিয়ে জাপানের আশপাশের দেশগুলো বেশ সোচ্চার ছিল। বিশেষ করে বেইজিং বিষয়টি নিয়ে তীব্র আপত্তি তুলেছিল। এমনকি জাপানের মৎস্যজীবী সমিতিও বিষয়টির ওপর তাদের আশঙ্কার কথা জানিয়েছিল শক্তভাবে। 

তবে বিষয়টি নিয়ে আইএইএ জানিয়েছে, জাপান ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার বিষয়ে যে পরিকল্পনা করেছে তা আন্তর্জাতিক সুরক্ষা মানদণ্ড অনুসরণ করেই করা হয়েছে। ফলে এই তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়লে পরিবেশের ওপর খুব সামান্যই এর প্রতিক্রিয়া দেখা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *