আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের ২২তম সভা উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশন (FIG) এর কার্যনির্বাহী কমিটির ২২তম সভার উদ্বোধন আজ বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। এসময় সেনাবাহিনী প্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত জিমন্যাস্টিকস ফেডারেশনের প্রতিনিধির সঙ্গে ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, সভাটি আগামী ২৩ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে। সভায় বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন ও আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, ক্রীড়া সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *