মিথুন কর্মকার আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে উপজেলা পরিষদ চত্ত্বরে (৩১৪, মহিলা আসন-১৪) নারী এমপি প্রভাষক ফারজানা সুমিকে আমতলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার সকাল ১১ টায় নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
আওয়ামীলীগ নেতা প্রভাষক ইফতেখার রসুল তপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারী সংসদ সদস্য প্রভাষক ফারজানা সুমি। সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ কাদের মিয়া,আমতলী উজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান,নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার,চাওড়া ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাদল খান,আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা,আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ,এম মনিরুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সহস্রাধিক সুশীল সমাজের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।