আশুলিয়া থানায়, রাত চারটায়, প্রায় ৮ জন ছাত্রকে পুলিশ পুড়িয়ে মেরেছে। এসব পুলিশ কী গ্রেফতার হয়েছে?

অপরাধ সময় ডেক্স ঃ- ছাত্র আনন্দের সময় পুলিশ ৮ জন ছাত্র কে পুরিয়ে মেরেছেন এ-ই বিষয় স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর স্টেটমেন্ট কী? এই নির্দিষ্ট ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রনালয় কী পদক্ষেপ গ্রহণ করেছে তার ব্যাখ্যা চাই। তাদের কাছে প্রশ্ন:

১) পুড়ে যাওয়া মানুষগুলোকে ফরেনসিক টেস্টের মাধ্যমে সরকার সনাক্ত করেছে কিনা? না করলে, দেরি করছে কেন?

২) এসব ছাত্রের নাম আর ঠিকানা মন্ত্রণালয় লিপিবদ্ধ করেছে কিনা? না করলে, কেনো করে নাই।

৩) যেসব পুলিশ এই হত্যা কান্ড ঘটিয়েছে তাদের আর তাদের হুকুমদাতাদের নাম পরিচয় মন্ত্রণালয় সনাক্ত করেছে কী না? না করলে দেরি করার কারণ কী? আর করলে, তা জনগণের কাছে প্রকাশ করবে কখন?

৪) দোষী ব্যক্তিদের গ্রেফতার করেছে কিনা? করলে তাদের বিচার কোন ধারায় করেছে? na করলে কবে করবে?

এমন হাজারো কেইস আছে। সবগুলো কেইসকে আলাদা আলাদাভাবে সামনে আনা দরকার। কারণ এরা আলাদা আলাদা ব্যাক্তি যারা আমাদের মুক্তির জন্য প্রাণ দিয়েছে। তাদের সম্মানে আমাদের অনেক কিছু করতে হবে।আর যারা তাদের প্রাণ কেড়ে নিয়েছে তাদের জাতির সামনে দ্রুত বিচার আইনে আনতে হবে।

আমরা মব জাস্টিস চাই না, ন্যায় বিচার চাই। আইন আর স্বরাষ্ট্রমন্ত্রনালয় কে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে।

আমরা ফের বিচারহীনতার বাংলাদেশে ফেরত যেতে চাই না। চাইনা আদালত কারো নিজস্ব এজেন্ডায় পরিচালিত হোক। প্রথম থেকেই প্রতিটা বিচারের ব্যাপারে আমরা স্বচ্ছতা চাই, কর্তৃপক্ষ থেকে জবাব চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *