আন্তর্জাতিক ডেস্ক:পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে আবারও প্রাণ গেল এক ফিলিস্তিনির। একইদিন ইসরাইলি সেনাকে হত্যার অভিযোগে নাবলুসে এক ফিলিস্তিনির অ্যাপার্টমেন্ট গুঁড়িয়ে দেয় ইসরাইলি সেনারা। এ সময় দুপক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৫ জুন) স্থানীয় সময় রাতে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে এ হামলা চালায় ইসরাইলি সেনারা।
গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, এদিন রাতেই ভবনটিতে ঢোকে ইসরাইলি বাহিনী। পরে ভবনের দেয়ালে ছিদ্র করে বিস্ফোরক ঢোকানো হয়। বিস্ফোরণে ভবনটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। গুঁড়িয়ে দেয়ার আগে অ্যাপার্টমেন্ট থেকে বাসিন্দাদের সরে যেতে মাত্র ১০ মিনিট সময় দেয় ইসরাইলি সেনারা।
এক বিবৃতিতে তেল আবিব জানায়, গুঁড়িয়ে দেয়া ভবনটি ২০২০ সালে ইসরাইলি সেনাকে হত্যায় অভিযুক্ত এক ফিলিস্তিনির। অ্যাপার্টমেন্টটি থেকে ভবিষ্যতে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে হামলার পরিকল্পনায় ব্যবহার হওয়ার আশঙ্কা ছিল।
এদিকে নাবলুসের আবাসিক ভবন গুঁড়িয়ে দেয়ার ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলে মন্তব্য করেছে স্থানীয় ফিলিস্তিনি ও মানবাধিকার সংস্থাগুলো। তবে ইসরাইলের দাবি, সেনাদের বিরুদ্ধে অতর্কিত হামলা ঠেকাতেই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান আরও চালানো হবে বলেও ইঙ্গিত দেয়া হয়েছে।
১৫ মাস ধরে অধিকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরাইলি সেনারা। চলতি বছর অঞ্চলটিতে ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ১২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।