নিউজ ডেস্ক: শনিবার (১৭ জুন) বিকেলে রংপুর টাউনহল চত্বরে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতীয় পেঁয়াজ বাজারে আসায় দাম ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকারকে বলা হয়েছে।
এর আগে নব-নির্বাচিত কাউন্সিলরদের মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট তুলে দেন বাণিজ্যমন্ত্রী।
রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবুল কাসেমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। এ ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ওয়ার্ড কাউন্সিলররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।