অপরাধ সময় ডেক্সঃ- অসহায় মানুষের উদ্দেশ্যে শত শত বোট নিয়ে ছুটে চলছে মানুষ মানবতার সেবায়
নিজ খরচে স্ব উদ্যোগে নিজের জীবনের মায়া ত্যাগ করে
বন্যার্তদের জীবন বাঁচাতে এবং সহযোগিতার জন্য চট্টগ্রাম থেকে শতশত ট্রাকে এবং লরি করে ছোট বড় ইঞ্জিন চালিত কয়েকশত বোট নিয়ে বানভাসি মানুষের কাছে ছুটে চলছে তরুণরা।।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল-মত নির্বিশেষে সকল মানুষ ছুটে চলছে ফেনীর বন্যার্তদের জীবন বাঁচাতে।।
সবাই সবার অবস্থান থেকে এগিয়ে আসুন!!
সৃস্টিকর্তা আমাদের সহায় হোন এবং সকলকে রক্ষা করুণ।।