এতিম ছেলে মেয়েদের ঈদে পাসেধারাতে অনুরোধ জানালেন অভিনেত্রী সাবরিনা সুইটি

অভিনেত্রী সাবরিনা সুইটির ঃ সকল জেলার মানুষকে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ রইলো!
আপনার বাড়ীর পাশের মাদ্রাসার এতিম ছেলে/মেয়েটি পবিত্র ঈদের দিন মাদ্রাসাতেই নির্বৃতে একা-একা গুনগুন করে কাঁদছে! আপনি নিজ দায়িত্বে আপনার সন্তানদের সাথে এতিম একজন মানুষকে সকালে,দুপুরে,রাতে আপনার বাসায় ঈদের খাবার খাওয়াবেন! প্রয়োজনে আপনার সন্তানদের সাথেই মেহমান হিসেবে রাতেও মায়া দেখিয়ে আদরে রেখে দিবেন! একবার ভাবুনতো ৩০টা সাহরি ৩০টা রোযা সহ মহান আল্লাহর সকল হুকুম পালন করার পরে-ও ঈদের দিন এতিম মাসুম বাচ্চাটা মাদ্রাসায় পড়ে পড়ে একা-একা কাঁদবে আমাদের কি কোন দায়িত্ব নেই❓ প্রিয় ভাই-বোনেরা ঈদের দিন সকলের বাড়ীতেই অনেক ভালো ভালো খাবার এমনিতেই রান্না হয়! একটি পরিবারের ৫/৭ জন সদস্যের সাথে একটি বাচ্চা এমনিতেই খেতে পারবে তাঁকে আপ্যায়ন করার জন্য আলাদা কোন আয়োজনের দরকার পড়বে না! শক্ত মনোবল নিয়ে আমরা যদি শহর থেকে শুরু করে গ্রামেগঞ্জে,পাড়ায় মহল্লায় এই উদ্যোগটা গ্রহন করতে পারি তাহলে আল্লাহর রহমতে আর একটি এতিম বাচ্চা ও ঈদের খুশি থেকে বঞ্চিত থাকবেন না! আমিন🤲

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *