নিজস্ব প্রতিবেদন: বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক , সাংবাদিক , সাবেক ব্যাংকার লায়ন হামিদুল আলম সখা মাসিক পত্রিকা “অবাক পৃথিবী ” এর প্রধান সম্পাদক হিসেবে যোগদান করেছেন। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লায়ন মোঃ মাসুম আহমেদ তাকে নিযুক্ত করেন।
লায়ন হামিদুল আলম সখা একজন কবি ও সাহিত্যিক।স্কুল জীবন থেকেই লেখা শুরু করেন।কবিতা, প্রবন্ধ,গল্প,ভ্রমণ কাহিনী সহ বিভিন্ন বিষয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩২টি।
ময়মনসিংহ জেলার অন্তর্গত জামালপুর মহকুমার সরিষাবাড়ী থানায় শেখ পরিবার পরবর্তীতে সরকার বাড়ি খ্যাত এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্ম গ্রহন করেন।বাবা মরহুম আব্দুর রশীদ।মাতা মরহুমা হাজেরা বেগম।বাবা বাংলাদেশ রেলওয়েতে চাকুরি করার কারণে জন্মের পর ময়মনসিংহ রেলওয়ে কোয়ার্টারে বসবাস শুরু। ময়মনসিংহ কৃষ্টপুর প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ জিলা স্কুল, আনন্দ মোহন কলেজ, মুহসীন হল,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায়ন করেন। তিনি বিএসএস(অনার্স),এম,এস,এস(অর্থনী তি) ও ব্যাংকিং ডিপ্লোমা(ডিএআইবিবি) অর্জন করেন।লায়ন হামিদুল আলম সখা ১৯৭৮ সালে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে অধ্যায়নকালে বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করেন।সেই সময়ে বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় সভাপতি ছিলেন বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক ছিলেন জননেতা বাহালুল মজনুন চুন্নু। ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ শাখার সাংস্কৃতিক সম্পাদক, জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক।১৯৮৩ সালে জেলা শাখার সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসীন হলের সভাপতি, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সামাজিক সংগঠন এর মধ্যে হোমাগ্নী সাংস্কৃতিক গোষ্ঠী, মহুয়া সাংস্কৃতিক পরিষদ, খুলনায় মহানগর বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় কবিতা পরিষদ,সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ব্যাংক ঢাকায় বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড, বাংলাদেশ ব্যাংক ক্লাব,অধিকোষ এর সাথে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধের গবেষণা মূলক সংগঠন সহযোদ্ধা একাত্তর এর সাধারণ সম্পাদক, ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি , ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ এর সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।
আজীবন সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে,আজীবন সদস্য বাংলাদেশ অর্থনীতি সমিতি,আজীবন সদস্য বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন,আজীবন সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হল এলামনাই, আজীবন সদস্য ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ, আজীবন সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধু ৮৫ ।
মুজিব বর্ষে লায়ন হামিদুল আলম সখা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর উপর ৫টি গ্রন্থ সম্পাদনা করেছেন।
তিনি বাংলাদেশ ব্যাংকে কর্মরত অবস্থায় নেপাল,থাইল্যান্ড, ইন্দোনেশিয়ায় ব্যাংকিং বিষয়ে সেমিনারে অংশ গ্রহন করেন ।এছাড়া ভারত,দুবাই, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।