কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি ঃ
মাদারীপুরের কালকিনিতে একটি সরকারি খাল দীর্ঘ দিন পর দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১৯টায় পৌর এলাকার ঝাউতলা গ্রামের পালপাড়ার খালটি দখল মুক্ত, বাঁধ কেটে দেয়া ও সংস্কারের কাজ উদ্বোধন করা হয়।
খালটি দখলমুক্ত ও সংস্কারের উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক উত্তম কুমার দাশ। এসম উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. মাহাবুবা ইসলাম, পৌর সভার সচিব বাবুল চন্দ্র দাস, সহকারী প্রকৌশলী মো. রাকিব হোসেন, প্যানেল মেয়ার কাউন্সিলর মো. নাসির শিকদার, মো. কাউন্সিল মেসবাউল হক ও মো. আনিসুর রহমানসহ আরও অনেকে।
খাল দখলমুক্ত ও সংস্কারের ব্যাপারে জানতে চাইলে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক উত্তম কুমার দাশ বলেন, পালপাড়ার খালটি দখল মুক্ত, বাঁধ কেটে দেয়া ও সংস্কারের কাজ শুরু করলাম। তবে পর্যায়ক্রমে পৌরসভার সব কয়টি খাল দখল মুক্ত করা হবে।