কালকিনিতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার ০১ জানুয়ারি বিকাল ৪ টায় কালকিনি উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের ব্যানারে কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থক নিয়ে আনন্দ শোভাযাত্রা কালকিনি ডাকবাংলোর মোড় থেকে শুরু করে কালকিনি সদর হাসপাতালের সামনে এসে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ.গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। শোভাযাত্রাটি নেতৃত্ব দেন কালকিনি উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম হাওলাদার ও সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম। প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় আরও ছিলেন কালকিনি উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক সজল আহমেদ,পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ হাসান হাওলাদার , কলেজ ছাত্রদলের আহবায়ক শিকদার মোঃ মাজহারুল, কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহীন বেপারী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রায়হান হাওলাদারসহ আরও অনেকে।
শোভাযাত্রা শেষে আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম হাওলাদার সভাপতিত্বে ও সদস্য সচীব মো: সাইফুল ইসলামের সঞ্চালনায়
আনিসুর রহমান তালুকদার খোকন বলেন ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কালকিনি উপজেলার সকল ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।এজন্য দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি আরও বলেন,আগামীতে দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আসলে তাকে স্বাগত জানিয়ে বিশ হাজার ছাত্রদলের নেতা কর্মী কালকিনি ও ডাসারে জনসংযোগ করবে। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান যেমন বাংলাদেশ দেখতে চায় সেই বাংলাদেশকেই আমরা উপহার দেব।
তিনি বলেন ছাত্রদল হবে মানুষের বান্ধব,ছাত্রদল হবে মানুষের নেতা,ছাত্রদল হবে বিএনপির ভ্যানগার্ড ও চালিকা শক্তি। যে ছাত্ররা মাদারীপুরে শহীদ হয়েছেন তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *