কালকিনিতে দুর্গা পূজা উদযাপনে প্রস্তুতি মূলক সভা
মাদারীপুর প্রতিনিধি ঃ
আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভপতিত্বে উপস্থিতে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহাবুবা ইসলাম, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. হুমায়ন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রমথ মন্ডল ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর শাখার সভাপতি ভবতোষ দত্ত ভজন ও নতুন চরদৌলত খান সার্বজনীন দূর্গা মন্দীরের সভাপতি স্বপন চন্দ্র হাওলাদারসহ আরও অনেকে।