মাদারীপুর প্রতিনিধি॥
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রাম থেকে ১২ টি হাত বোমা উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কালকিনি পৌর সভার ২নং ওয়ার্ডের দক্ষিণ ঠেঙ্গামার গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিয়মিত বোমাবাজি হয়ে আসছিল্ এলাকায় শান্তি সৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত অভিযান অংশ হিসাবে অভিযান চালিয়ে মো:শাহাজাহান হাওলাদারের পরিত্যক্ত ঘর থেকে ১২ টি হাত বোমা উদ্ধার করা হয়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, অদ্য সকাল ১০টায় সময় ঠেঙ্গামারা গ্রামের শাহজাহান হাওলাদারের পরিত্যক্ত ঘর থেকে ১২টি হাত বোমা উদ্ধার করে তা নিস্ক্রিয় করা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্বব হয়নি। পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।