কালকিনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র শোভাযাত্রা, পাথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

“>মাদারীপুর প্রতিনিধিঃ
আগামীতে তারেক রহমানের নেতৃত্ব অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে মাদারীপুরে কালকিনিতে জাতীয়তাবাদী বিএনপি’র শোভাযাত্রা অনুষ্ঠিত।
শনিবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে
কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।
নেতৃত্বে ঢাকা বরিশাল মহাসড়কে ইসাবেলা তেলের পাম্প হতে কালকিনি থানা মোড় চত্বর পর্যন্ত এ শোভাযাত্রা কর্মসূচি পালন করা হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মিরা ।
কালকিনি পুরান বাজারে তিন রাস্তার মোরে কালকিনি উপজেলা জাতীয়তাবাদী বিএনপির সাবেক আহবায়ক মিজানুর রহমান বেপারীর সভাপতিত্বে প্রথান অতিথি হিসেবে পথ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।
তিনি তার বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে শোক ও শ্রদ্ধা নিবেদন করেন। এবং তাদেরকে জাতীয় বীর আখ্যায়িত করেন। এছাড়াও তিনি বলেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মের মানুষের দেশ এই বাংলাদেশ। সকলের শান্তিপূর্ন বসবাসসহ অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাবেক সদস্য সচিব এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির সাবেক আহবায়ক শহিদুজ্জামান তোতা, সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন ফকির লিটন, উপজেলা বিএনপির নেতা শহীদ খান, সাবেক যুবদল নেতা মাসুদ রানা দুলাল, বিএনপি নেতা রুকুজ্জামান রতন, জেলা যুবদল নেতা কামাল হোসেন, রাজৈর পৌরসভা বিএনপির সদস্য সচিব শেখ জাকির হোসেন, কালকিনি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইকরামুল ইসলাম লিটন, উপজেলা যুবদল নেতা শাহিনসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *