কালকিনি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে হাউজ ওয়ারিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন
মাদারীপুর প্রতিনিধি ঃ
মানব সম্পদ গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে ,উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এর উদ্যোগে প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাসে শনিবার (৫ অক্টোবর) দুপুরে বেকার যুবক ও বিদেশগামী তরুণদের নিয়ে দুই মাস ব্যাপী কোর্স ''জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস'' বিনা খরচে আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, প্রশিক্ষক প্রণব শিকদারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।