কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে স্বামী -স্ত্রী নিহত

শাহ আলম, কালিহাতী (টাঙ্গাইল): টাঙ্গাইলের কালিহাতীতে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) ভোরে ঢাকা টাঙ্গাইল – যমুনা সেতু মহাসড়কের পাশে ধলাটেংগর এলাকার ৫ ও ৬ নং ব্রীজের মধ্যস্থানে রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনিমগড়া গ্রামের নীল কান্ত মন্ডল (৬০) ও তার স্ত্রী কল্পনা রাণী মন্ডল (৫৫)।

নিহত নীল কান্ত মন্ডলের পিসাত ভাই ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তারা দুজন কালিহাতীর রৌহা এলাকায় কীর্তনে গিয়েছিল। পরে তারা আর বাড়িতে না ফেরায় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় সকালে পূণরায় তার ছেলে মহাসড়কেরও খোঁজাখুঁজি করেছি। পরে ভোরে এক লোক ফোন করে জানালো যে ৬ নং ব্রীজের রেল লাইনের পাশে দুইটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখতে পাই তাদের স্বামী-স্ত্রী দুজনের লাশ। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের কয়েক খন্ডিত লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। পরে শনিবার দুপুরে স্থানীয় শশ্বান ঘাটে তাদের শেষ কৃত্য সম্পন্ন করা হয়।

যমুনা সেতু পূর্ব ইব্রাহীমাবাদ স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, ঘটনার পরপরই মরদেহ দুটি পরিবারের লোকজন নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *