নিজস্ব প্রতিবেদন: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় কুকুরের মুখ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছেন দোকানদারা।
শনিবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ফুটপাতের কয়েকজন দোকানদার প্রথমে দেখতে পেয়ে কুকুরের মুখ থেকে মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
হাসপাতালটির জরুরি বিভাগের সামনের ফুটপাতে শরবত বিক্রেতা মো. সুমন জানান, তিনি হঠাৎ দেখেন একটি কুকুর কামড়ে ধরে মুখে করে নবজাতকটির মরদেহ নিয়ে যাচ্ছে। তখন তারা কয়েকজন মিলে কুকুরের মুখ থেকে মরদেহটি উদ্ধার করে। পরে থানায় খবর দেয়।
এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম জানান, বিকেলে হাসপাতাল থেকে খবর পেয়ে একটি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স হবে আনুমানিক একদিন।
তিনি জানান, নবজাতকটির দুই পায়ের হাঁটুর নিচের অংশ ও ডান হাতে কব্জির অংশ পাওয়া যায়নি। ফুটপাতের দোকনদারদের কাছ থেকে জানা গেছে, একটি কুকুর মরদেহটি মুখে করে নিয়ে যাচ্ছিল। সম্ভবত কুকুরটি নবজাতকের হাত পা খেয়ে ফেলেছে।