গাইবান্ধা প্রতিনিধি ।
গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে ১৭ আগষ্ট সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে “তওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় নারীদের অধিকার শীর্ষক এক আলোচনা সভা। অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা জেলা নারী বিভাগ ও হেযবুত তওহীদ।
অনুষ্ঠান স্থল ছিল কানায় কানায় পরিপূর্ণ।পুরো হলরুম জুড়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন নারী নেত্রী ও কর্মীবৃন্দ।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। রুবিনা আক্তারের সঞ্চালনায় ও রহিমা বেগমের সভাপতিত্বে,আলোচনা সভার মুখ্য আলোচক ছিলেন আইশা সিদ্দিকা,কেন্দ্রীয় যুগ্ম নারী বিষয়ক সম্পাদক, হিজবুত তওহীদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, তওহীদ ভিত্তিক সমাজ ব্যবস্থায় নারী কখনোই অবহেলিত নয়; বরং মর্যাদা, সম্মান ও সমঅধিকার নিশ্চিত করা হয়েছে। ইসলামের প্রকৃত শিক্ষা ও বাস্তবায়নের মাধ্যমেই নারী জাতির প্রকৃত মুক্তি সম্ভব।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসলিমা ইসলাম, ঢাকা বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক, হেযবুত তওহীদ। তিনি নারীর সামাজিক ও রাজনৈতিক অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উম্মে হানি ইসলাম, রংপুর বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক, হিজবুত তাওহীদ।বেগম রাবেয়া গিনি, সাধারণ সম্পাদক,সমঝোতা নারী উন্নয়ন সংস্থা,গাইবান্ধা। এছাড়াও গাইবান্ধা পৌরসভার
সাবেক মহিলা কাউন্সিলর
মাহফুজা খান মিতা,আনজুয়ারা বেগম, সদস্য, গাইবান্ধা নাট্য সাংস্কৃতিক সংস্থা সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের যুগ্ম আহবায়ক,মাধবী সরকার।
সভায় বক্তারা বলেন, ধর্ম, সমাজ ও সংস্কৃতির নামে নারীকে অবহেলার যে ধারা চালু হয়েছে, সেটি প্রকৃত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় কোনো স্থান পায় না। নারীকে শিক্ষা, কর্মক্ষেত্র, রাজনীতি ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাযথ মর্যাদা দিতে হবে। হেযবুত তাওহীদের গাইবান্ধা জেলা নারী বিষয়ক সম্পাদক, রহিমা বেগম সভাপতির বক্তব্যে বলেন- নারী জাতির প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি সঠিকভাবে বাস্তবায়ন করলে সমাজে সমতা ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হবে। আলোচনা সভায় নারীর অধিকার ও সম্মান রক্ষায় তওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়। স্থানীয় নারী নেতৃবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা এবং সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।