গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মওলানা ভাষানী সেতুর উদ্বোধন

মোঃ জাহাঙ্গীর আলম , গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ওপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার মওলানা ভাষানী সেতুর উদ্বোধন করা হয়েছে।

২০ আগষ্ট বুধবার বেলা ১২ টার দিকে প্রথমে সেতুটির ফলক উন্মোচন করা হয়।
তারপর মোনাজাতের মধ্য দিয়ে সেতুর সুরক্ষা ও কল্যাণ কামনা করা হয়। পরে ফিতা কেটে সেতুটি উদ্বোধন করা সহ জনসাধারণের জন্য উম্মুক্ত করা হয় ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং যুব ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া। সেতুটি উদ্বোধন শেষে প্রধান অতিথি আলোচনা সভায় অংশগ্রহন করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এলইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব মোঃ শাহিনুর ইসলাম প্রকল্পটির পরিচালক আব্দুল মালেক । এছাড়াও গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ ও পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা উপস্থিত ছিলেন।

৮৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি সৌদি সরকারের অর্থায়নে বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কাজের দায়িত্বে ছিল চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটি এলজিইডির ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প। সেতুর সঙ্গে নির্মিত হয়েছে ৮০ কিলোমিটার এক্সেস রোড, ৫৮টি বক্স কালভার্ট ও ৯টি আরসিসি ব্রিজ। এতে ব্যবহার করা হয়েছে ২৯০টি পাইল, ৩০টি পিলার, ২৮টি স্প্যান এবং ১৫৫টি গার্ডার। সেতুটি উদ্বোধনকালে হাজার হাজার নানা বয়সী মানুষ ভিড় জমান।

সেতুটি চালু হওয়ায় গাইবান্ধা ও কুড়িগ্রামের দুই জেলার মানুষের মাঝে মেলবন্ধন তৈরি হয়েছে এবং ঢাকার সাথে কুড়িগ্রাম জেলার দুরুত্ব কমবে প্রায় ১৩৫ কিলোমিটার। এতে ব্যবসা বানিজ্যর যেমন প্রসার ঘটবে তেমনি বদলে যাবে দুই পাড়ের মানুষের জীবন যাত্রার মান এবং অর্থনীতি চাঙ্গা হবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *