গাইবান্ধা সদর উপজেলা সিপিবি’র সম্মেলন অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম গাইবান্ধা জেলা প্রতিনিধি,

 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা সদর উপজেলার দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ। জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে একটি লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন স্থলে সমাবেশে মিলিত হয়। এ সময় সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল। মধ্যাহ্ন বিরতীর পর সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়। শোকপ্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, জেলা সম্মেলনের প্রতিনিধি ও উপজেলা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষে ছাদেকুল ইসলাম মাস্টারকে সভাপতি, সুপ্রিয়া দেবকে সাধারণ সম্পাদক ও গুলবদন সরকারকে সহকারি সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট গাইবান্ধা সদর উপজেলা কমিটি নির্বাচন করা হয়।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *