গাইবান্ধা সুন্দরগঞ্জ ক্ষুদিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ টা ৪৫ মিনিটে ছুটি

মোঃ জাহাঙ্গীর আলম , গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের ক্ষুদিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দেওয়া হয়েছে। বিষয়টি সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবগত করা হলে তিনি সকল শিক্ষক ও কর্মচারীকে কারণ দর্শানোর কথা জানান
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ২১/০৯/২০২৫ ইং বিকাল ৩ টা ৪৫ মিনিটে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার সান্তিরাম ইউনিয়নের খুদিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিধি বহির্ভূভাবে নির্ধারিত সময়ের আগে মনগড়ামত উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটি দিয়ে কর্মচারীসহ কর্মস্থল ত্যাগ করেন।
বিষয়টি উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি সন্তোষজনক জবাব দিতে অনিহা প্রকাশ করেন। এলাকাবাসীর অভিযোগ প্রতিনিয়তি প্রধান শিক্ষক নানা অযুহাত দেখাইয়া বিদ্যালয় ত্যাগ করেন। ফলে অন্যান্য শিক্ষকরা মনগড়া ভাবে পাঠদান করে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয়টি ছুটি দিয়ে থাকেন। হোম ভিজিট না করায় দিন দিন শিক্ষার্থীর হার কমে যাচ্ছে বলে জানা যায়। বিষয়টি তাৎক্ষনিক সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবগত করা হলে তিনি শোকজ করবে বলে জানান।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *