আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় আরও ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের ১৩তম দিনে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে চালানো বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার প্রত্যক্ষদর্শী ও চিকিৎিসা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের দক্ষিণে খান ইউনিসের একটি বাড়িতে বিমান হামলায় সাত জন শিশুসহ নয়জন নিহত হয়েছেন।
ইসরাইলি যুদ্ধবিমান রাফাহ শহরের তাল আল-সুলতান এলাকার একটি বাড়িতে হামলা চালায়। এছাড়া দক্ষিণ গাজা উপত্যকার রাফাহতে ইসরাইলি বিমান হামলা হয়েছে। এই হামলায় ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আহতের সংখ্যা একাধিক বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে বিমান হামলায় এক ফিলিস্তিনি শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
৭ অক্টোবরে শুরু হওয়া ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতে অন্তত তিন হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯৪০ শিশু এবং ১ হাজার ৩২ নারী আছেন। অন্তত ১২ হাজার মানুষ আহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। চার হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন।