আন্তর্জাতিক ডেস্ক:জেনিনে আগ্রাসনের পর এবার গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গাজা থেকে বুধবার রাতে রকেট হামলা চালানোর জবাবে সেখানে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরাইলের ডিফেন্স ফোর্স (আইডিএফ)। খবর বিবিসির।মঙ্গলবার (৪ জুলাই) মধ্যরাতে ইসরাইলি এ হামলায় কেঁপে ওঠে গোটা উপত্যকা।
আইডিএফের দাবি, এ হামলায় ফিলিস্তিনের সশস্ত্র দল হামাসের একটি গোপন (মাটির নিচে) অস্ত্র তৈরির অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এছাড়াও দলটির রকেট যন্ত্রাংশ তৈরির অবকাঠামোতেও হামলা করা হয়েছে।
অবশ্য ইসরাইলের নতুন এ বিমান হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি হামাস।
রয়টার্স জানিয়েছে, বুধবার দিনের আলো ফোটার আগে গাজার স্কাইলাইনে ইসরাইলি বাহিনীর বিমান হামলার পর বড় বড় বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। তবে গাজা থেকে ছোড়া পাঁচটি রকেট প্রতিহত করেছে ইসরাইল।
এদিকে, গত সোমবার পশ্চিম তীরের জেনিন শহরে এক শরণার্থী শিবিরে বড় ধরনের হামলা চালায় ইসরাইল। এতে ১২ ফিলিস্তিনি ও একজন ইসরাইলি সেনা নিহত হয়।