মোঃ মাহবুবুর রহমান সোহেল
স্টাফ রিপোর্টার
ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার সড়ক অংশ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে গাজীপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই এক্সপ্রেসওয়ের নতুন অংশ চালু হওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। যানজট নিরসন ও সময় সাশ্রয়ের পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আনবে এ প্রকল্প।
জানা গেছে, প্রায় ৪৮ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে। প্রকল্পটি সম্পন্ন হলে কাচপুর, মদনপুর, ভূলতা, জিরানী বাজার হয়ে চন্দ্রা পর্যন্ত সংযোগ তৈরি হবে। এর মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলগামী ভারী যানবাহনগুলো রাজধানী শহরের ভেতর দিয়ে না গিয়ে বাইপাস দিয়ে সরাসরি যাতায়াত করতে পারবে।
সরকার আশা করছে, পুরো এক্সপ্রেসওয়ে চালু হলে গাজীপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের শিল্পাঞ্চলের কাঁচামাল ও প্রস্তুত পোশাক পরিবহন আরও সহজ হবে। এতে রপ্তানি বাণিজ্যও ত্বরান্বিত হবে।
উদ্বোধনের সময় স্থানীয় জনপ্রতিনিধি, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।