নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড় ধসে এক কর্মচারীর বসতঘরের দেয়াল ভেঙে পড়েছে। এ সময় একই পরিবারের চারজনকে জীবিত উদ্ধার করা হয়। সোমবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনিতে এ ঘটনা ঘটে।
রোববার রাতে ভারি বর্ষণে চবির বিভিন্ন সড়কে পাহাড় ধসে মাটি নেমে গেছে। প্রবল বাতাসে বিদ্যুতের খুঁটিসহ গাছ পড়ার ঘটনাও ঘটে। ভোরে শাহী কলোনি এলাকায় পাহাড় ধসে ঘরের দেয়াল ভেঙে চবির হানিফ নামে এক কর্মচারী আহত হন।
প্রতিবেশীরা জানান, পাহাড় ধসে পড়া ওই বসতঘরে থাকতেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের কর্মচারী মো. হানিফ। এ সময় হানিফ ও তার স্ত্রীসহ দুই ছেলে-মেয়ে বাড়ির নিচে চাপা পড়েন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম জানান, পাহাড় ধসের খবর শুনেছি। সেখানে চবি নিরাপত্তা দফতরের প্রধানকে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ঘটনাস্থলে আছেন।
তিনি জানান, আমরা মাইকিং করে আগে থেকেই সবাইকে সতর্ক করেছি। এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় গাছ পড়ে গেছে, আমরা বনবিভাগকে বিষয়টি জানিয়েছি।