চলে গেলেন বৈসম্যবিরধী আন্দোলনের আরেক বীর শহীদ আশিক। ……….

অপরাধ সময় ঃ- আশিক, আতিক দুই ভাই গত ৪’ঠা আগস্ট একসাথে আন্দোলনে নেমে আশিক মাথায় প্রচন্ডভাবে ব্যাথা পায়। পরেরদিন বিজয় মিছিল শেষে সন্ধ্যায় বাসায় যাওয়ার পথে সে অজ্ঞান হয়ে যায়। কুড়িগ্রাম হসপিটালে ভর্তি ছিল। সেখান থেকে গ্রিনরোডে নিউ লাইফ হাসপাতালে আসে। খরচ কমানোর জন্য আশিকের ভাই আতিক টিএসসি এসে সমন্বয়কদের খুঁজছিল। পরে সমন্নয়কসহ কয়েকজন ছাত্র তার সাথে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে দেখা করে কথা বলে। এরপর প্রায় প্রতিদিন আতিকের সাথে ছাত্রদের দেখাসাক্ষাৎ হয়েছে এবং আশিকের খবরাখবর নিয়েছে। সর্বশেষ আশিককে নিউ লাইফের আইসিইউ থেকে BSMMU র আইসিইউতে ট্রান্সফারের ব্যবস্থা করেছিল ছাত্ররা।
আজকে দুপর ১.৩০ ঘটিকায় BSMMU র ICU তে আশিক মৃত্যুবরণ করেছে।

আমাদের আশিক এর জানাজা রাত ৯:০০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। সবাই তার আত্মার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করবেন, মহান আল্লাহতাআলা তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *