আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যেকোনো সংঘাত ‘বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয়’ ডেকে আনবে বলে জানিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু। এজন্য সংঘাত রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চায় বেইজিং। খবর আল জাজিরার।
চলতি বছরের মার্চ মাসে চীনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর নিজের প্রথম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভাষণে তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের আলাদা রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা রয়েছে। তাছাড়া অন্য অনেক দিক থেকেও দুটি পুরোই আলাদা।
লি বলেন, তবে দ্বিপাক্ষিক সম্পর্ক-সহযোগিতা বাড়াতে উভয় পক্ষকে অভিন্ন ভিত্তি ও স্বার্থ খোঁজা থেকে বিরত রাখা উচিত নয়। এটি অনস্বীকার্য, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুতর সংঘাত বা সংঘর্ষ বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয় সৃষ্টি করবে।’
গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান, দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক বিরোধ ও সেমিকন্ডাক্টর চিপ রফতানির ওপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিধিনিষেধসহ বিভিন্ন বিষয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক গুরুতরভাবে উত্তপ্ত অবস্থায় রয়েছে।
এর আগে যত তাড়াতাড়ি সম্ভব প্রতিরক্ষা সংলাপ জোরদার করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৩ জুন) সিঙ্গাপুরে এশিয়া নিরাপত্তা সম্মেলনের দ্বিতীয় দিন বেইজিংকে আলোচনায় বসার আহ্বান জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
শুক্রবার (২ জুন) সিঙ্গাপুরে শাংরি-লা হোটেলে তিনদিনব্যাপী এশিয়া নিরাপত্তা সম্মেলন শুরু হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এ সময় ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নেতৃত্বের ক্ষেত্রে মার্কিন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি।
চলমান উত্তেজনা প্রশমনে চীনকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়ে লয়েড অস্টিন বলেন, ‘যেকোনো দায়িত্বশীল নেতার জন্য যেকোনো সময়ই সংলাপের জন্য উপযুক্ত সময়।’ তিনি আরও বলেন, যেকোনো সময়ই আলোচনার জন্য সঠিক সময়। আর সে সময় এখনই। সংলাপ কোনো পুরস্কার বা প্রতিদান নয়। এটি আমাদের প্রয়োজনীয়তা।’