নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টয়লেট থেকে ১৪৫ কেজি গাঁজাসহ মো.আশিক মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়।
আটক আশিক হরিপুর গ্রামের মো. রেনু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর গ্রামের আশিক মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে তল্লাশি চালিয়ে বাড়ির ভেতরের টয়লেট থেকে ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।