মো. আবু জুবাযের উজ্জল, টাঙ্গাইল
টাঙ্গাইলে বিজয় টিভির ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩১ মে) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের কমান্ডেন্ট, ডিআইজি মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। বিশেষ অথিতির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শরাফুদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিজা আক্তার, ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিমুদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও উপজেলা চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফা প্রমুখ।
এসময় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলিকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। রাশেদ খান মেননের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রতিনিধি মোঃ আবু জুবায়ের উজ্জল।
অতিথিরা বলেন, বিজয় টিভি প্রতিষ্ঠাকালীন সময় থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে। গুনগত মান সম্পন্ন বিনোদনধর্মী অনুষ্ঠান প্রচার করে মানুষকে দেশীয় সংস্কৃতির দিকে আগ্রহী করে তুলতে ভূমিকা রাখছে। প্রতিষ্ঠাকালীন সময়ের স্মৃতিচারণ করে বলেন, এই টিভির সাথে আমাদের একটি আত্মিক সম্পর্ক রয়েছে। এ সময় বিজয় টিভির প্রতিষ্ঠাতা প্রয়াত মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন। আগামীতেও বিজয় টিভি তাদের সাফল্য ধরে রাখবে বলে বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন।