ডাসারে সুদের টাকার জন্য কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে সুদের টাকার জন্য বিকাশ জয়ধর(৪৫) নামে এক কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
আহত ওই কৃষককে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বিকাশ জয়ধর ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর চলবল গ্রামের আমরিয় জয়ধরের ছেলে। তবে এ ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত প্রভাবশালী ব্যাক্তি। আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভােগী ও হাসপাতাল সুত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল গ্রামের উজ্জল বাড়ৈর কাছ থেকে দীর্ঘদিন আগে ১ লাখ ৭৭ হাজার টাকা সুদে হিসেবে নেয় বিকাশ জয়ধর। এ সুধের টাকার জন্য উজ্জল চাপ প্রয়োগ করে বিকাশ জয়ধরকে। এ নিয়ে গত কাল বুধবার রাতে দুই জনের মাঝে তর্কবিতর্ক হয়। এক পর্যায় উজ্জল বাড়ৈ ক্ষিপ্ত হয়ে কয়েকজন সাথে নিয়ে বিকাশ জয়ধরকে লাঠি দিয়ে পিটিয়ে ও কামড় দিয়ে গরুতর আহত করে। এ ঘটনায় বিকাশ জয়ধর ডাসার থানায় অভিযোগ করেন।
আহত ভুক্তভোগী বিকাশ জয়ধর জানান, আমি উজ্জলের কাছ থেকে দীর্ঘদিন আগে ১ লাখ ৭০ হাজার টাকা সুদ হিসেবে নেই। সেই সুদের টাকার বিনিময় আমার কাছে থেকে দুইটি গরু ও আমার বসত ঘর খুলে নিয়ে যায়। এরপর আমি নগদ সারে দশ লাখ টাকা পরিষদ করি। এরপরও তার সুদের টাকা শেষ হয় না। এসুদের টাকার জন্য আমাকে উজ্জল পিটিয়ে আহত করেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি উজ্জ্বলের বিচার চাই।
অভিযুক্ত উজ্জল বাড়ৈ ঘটনা অস্বীকার করে বলেন, সুদের টাকার জন্য নয়, তার সঙ্গে অন্য বিষয় নিয়ে দ্বন্ধ হয়েছে। আমাকে আগে বিকাশ মারধর করেছে। তারপর উভয় পক্ষই মারামারি করেছি।
নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার জানান, আমি ওই বিষয় নিয়ে একবার শালীশ মিমাংশা করেছিলাম। আবার পরবর্তীতে ওই এলাকার ফাদারকে নিয়ে বিষয়টি ব্যাপারে বসার কথা ছিল। আসলে বিষয়টি দুঃখজনক।
এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মাসুম জানান, অভিযোগ পেলে সুদিকারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, থানায় অভিযোগ দিলে বিষয়টি দেখবো।
রফিকুল ইসলাম মিন্টু
মাদারীপুর প্রতিনিধি
তারিখ -১৯-০৯-২০২৪ইং
[9/19, 3:08 PM] Rafiqul Islam minto: কালকিনিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে একটি পরিত্যক্ত ডোবার মধ্যে থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান লাশ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে। তবে ওই লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও সরেজমিন সুত্রে জানাগেছে, কালকিনি পৌর এলাকার পুয়ালী-মাদারীপুর গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ডোবার মধ্যে লুঙ্গি পরিহিত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। তার বয়স অনুমান ২৫ বছর। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ওই যুবকের লাশ ডোবা থেকে উদ্ধার কর। তবে স্থানীয়দের ধারনা, কে বা কারা ওই অজ্ঞাত যুবককে দুই-তিনদিন আগে হত্যা করে রাতের আধারে ডোবার মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে।
অজ্ঞাত লাশের ব্যাপারে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবির বলেন, খরব পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো প্রেরাণ করা হয়েছে এবং পরিচয় সনাক্তকরণে কাজ চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *