ডিএমপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো, উত্তরাপূর্ব থানা

শফিউল মঞ্জুর ফরিদ: বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গৌরবময় সেবার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পদার্পন উপলক্ষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে    নানান আনুষ্ঠানিকতায় আজ ১লা ফেব্রুয়ারি  বৃহস্পতিবার  উদযাপিত হচ্ছে ডিএমপির ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

এর ধারাবাহিকতায় ডিএমপি উত্তরা বিভাগের ডেপুটি কমিশনার  মোঃ শাহজাহান  এর নির্দেশনায় উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ  মোঃ মজিবুর রহমানের তত্ত্বাবধানে উক্ত থানার সকল অফিসারদের সহযোগিতায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  ও  কোমলমতি ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় এখানে উপস্থিত ছিলেন জাবেদ আলী সিদ্দিকী, সহ-সভাপতি,  উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগ ,  মোঃ হাবিবুল্লাহ  বাহার, পরিচালক হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড, শফিউল মঞ্জুর  ফরিদ, নির্বাহী  পরিচালক হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, ফেরদৌস জাহান অ্যাপোলো, চেয়ারম্যান,  একতা টিভি, মোহাম্মদ ইলিয়াস আহাম্মেদ,  সাধারণ সম্পাদক , উত্তরা পূর্ব থানা ছাত্রলীগ,  এছাড়াও উত্তরা ৪নং ও ৬নং সেক্টর কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও  গত কাল বুধবার (৩১ জানুয়ারি) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান উদ্যোগে শামিল হয়ে উত্তরাপূর্ব থানা পুলিশ ডিএমপি‍‍র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উক্ত থানাধীন  প্রতিটি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুলিশ কর্মকর্তা গন চকলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময়  করেন। এই ধরনের উদ্যোগে ডিএমপি পুলিশ যেমন শিশুদের মনে জায়গা করে নিয়েছে, ঠিক তেমনি জনগনের আরও কাছে আসার প্রয়াস ও সেবা দানের একাগ্রতা ব্যাক্ত করেছে। রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে উত্তরা পূর্ব থানায়  এক নৈশ ভোজের  আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *