নিজেস্ব প্রতিবেদক: গতকাল ৩০ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ১৭:৪৫ ঘটিকা হতে ১৮:৫৫ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৩,৪২,৫০০/- (তেরো লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের ৪,৪৭৫ (চার হাজার চারশত পচাঁত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ জুলহাস তালুকদার (৫১), পিতা-মৃত সোরহাব তালুকদার, সাং-বাঘড়া, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমান ঠিকানা-কদমতলী, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা ও ২। নাসরীন আক্তার ইতি (৩১), স্বামী-মোঃ সোহেল রানা, সাং-মুকসুদপুর, থানা-দোহার, জেলা-ঢাকা, বর্তমান ঠিকানা-বালুরচর, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০২টি মোবাইল ফোন ও নগদ- ৭০০/- (সাতশত) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।