শফিউল মঞ্জুর ফরিদ: ঢাকার দক্ষিণ খান থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও এগ্রো ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মহাসিন সরকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিকটবর্তী দক্ষিণখান ও উত্তরখান থানার অনুন্নত রাস্তাঘাট ও পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে হাজার হাজার পরিবারের জনজীবন বিপর্যস্ত হওয়ায় উক্ত এলাকার কিছু চিত্র তুলে ধরে গত ২৪শে মে সর্ববৃহৎ প্রচার মাধ্যম ফেসবুকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র কে একটি খোলা চিঠি লিখেন।
বিষয়টি ঊর্ধ্বতন সংশ্লিষ্ট মহল আমলে নিয়ে অতি দ্রুত সমস্যার সমাধানের ব্যবস্থা করবেন বলে তিনি আশা করেন। খোলা চিঠিটি হুবহু তুলে ধরা হলো:
খোলা চিঠি
জনদরদী মেয়র মহোদয়,
আমরা আপনাকে ভালোবাসি,
আপনি আমাদেরকে একটু ভালোবাসুন :
উত্তরখান ও দক্ষিণখানের মানুষকে
ভয়াবহ জলাবদ্ধতা থেকে রক্ষা করুন।
বিশেষ করে- শাহ কবির মাজার রোড, সিএনজি পাম্পের সামনে ১২মাস ভয়াবহ জলাবদ্ধতা থাকে ——-
স্যার, আপনি একদিন হালকা বৃষ্টির সময় সরজমিনে উত্তর খানও দক্ষিণ খান ঘুরে যাবেন, দেখেযাবেন আমরা কেমন আরাম আয়েস-এ আছি —-
স্যার, আমরা নির্ভয়ে বলতে পারি আমাদের এলাকায় ভূমিদস্যু, সন্ত্রাস ও চাঁদাবাজ নেই—-
আছে -মশার সন্ত্রাস, ভয়াবহ জলাবদ্ধতা ও আপনাদের চারপাশে বিভিন্ন চামচাদের আসর ও হাইব্রিড নেতার উৎপাত —
স্যার, সাধারন মানুষ তো আমাদের দেখলে বাপ-মা তুলে গালিগালাজ করে।
আমরা কি করলে আপনে খুশি হইবাইন ?
আশা করি -আমার এই ক্ষুদ্র লেখাটুকু সর্বমহলে দৃষ্টিগোচর হবে —-
মূল সড়কের চিত্র,
(উত্তর খান ও দক্ষিণ খানের জনগণ আমি কি কোন ভুল তথ্য বা চিত্র দিয়েছি?)
প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনার বাড়িতে বা রাস্তায় পানি নেই তো!?