নিজস্ব প্রতিনিধি:২২-০৯-২০২৩ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার অভিযান পরিচালনা করা হয়।
আজ ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে।
এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ১৫টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
আজ সারাদেশে ১৭টি টিম কর্তৃক ২১টি বাজারে বাজার অভিযানের মাধ্যমে ৩০টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৬,৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বর্ণিত তদারকি কার্যক্রমসহ অধিদপ্তরের সার্বিক কার্যক্রম প্রচারে সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি ।