তথ্য কমিশনার হলেন সাংবাদিক মাসুদা ভাট্টি ও বিচারপতি শহীদুল আলম ঝিনুক

শফিউল মঞ্জুর ফরিদঃ অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল আলম ঝিনুক এবং সাংবাদিক মাসুদা ভাট্টি নতুন তথ্য কমিশনার হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। গত ২৪ আগস্ট বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক  প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত করেছেন।
তথ্য অধিকার আইন ২০০৯ এর ১৫ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ প্রদান করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বতন তথ্য কমিশনার ড. আবদুল মালেক গত ২১ মার্চ”২৩ প্রধান তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হওয়ায় উক্ত শূন্য পদে সাবেক বিচারক শহীদুল আলম ঝিনুক নিযুক্ত হয়েছেন এবং সাংবাদিক মাসুদা ভাট্টি সাবেক তথ্য কমিশনার সুরাইয়া বেগমের স্থলাভিষিক্ত হলেন। জনস্বার্থে জারি এ সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিধি মোতাবেক তথ্য কমিশনার পদে নিযুক্তির মেয়াদ ০৫ বছর অথবা বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হয়।  নতুন তথ্য কমিশনার মাসুদা ভাট্রি বিবিসি ও মস্কো টাইমসে সাংবাদিকতা করে আসা রাজনৈতিক বিশ্লেষক ও গ্রন্থকার, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এবং শহীদুল আলম ঝিনুক দশম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বিচার বিভাগে যোগ দেন এবং সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মহা-পরিদর্শক, নিবন্ধন পদ থেকে চলতি বছরের জানুয়ারিতে অবসরোত্তর ছুটিতে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *