বরগুনা,প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলা ঠংপাড়া এলাকা থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মো. শহিদুল (৩৫) নামের ১ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার ২৪ মার্চ রাতে তাকে আটক করা হয়। আটক শহীদুল ওই এলাকার দেনছের আলীর ছেলে।
জেলা ডিবি পুলিশের এসআই জ্ঞান কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহিদুলের বাড়িতে গাজা আছে। এ সময় তার বাড়িতে অভিযান চালালে বাড়ির পিছনে একটি কালো পলিথিনে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। গাজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হবে।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, শহিদুলকে সোমবার ২৫ ফেব্রুয়ারি আদালতে সোপর্দ করা হবে।