বিনোদন ডেস্ক: সম্প্রতি এক বড়সড়ো দুঃসংবাদ দিলেন ‘সুড়ঙ্গ’ সিনেমার পরিচালক রায়হান রাফি। সিনেমা পাইরেসি বন্ধ করতে এবার দর্শককে পড়তে হতে পারে ডিজিটাল আইনের ভোগান্তিকে।
মিডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে পরিচালক রায়হান রাফি জানিয়েছেন, অন্তর্জালে ‘সুড়ঙ্গ’ সিনেমা শেয়ার দিলেই গ্রেফতার হতে পারে দর্শক!
রাফি আরও জানান, অনেক দর্শকই ‘সুড়ঙ্গ’ সিনেমা দেখার পর অন্তর্জালে সিনেমার ভিডিও শেয়ার দেন বিভিন্ন সাইটে। অনেকে এটি বুঝে করেন আবার অনেক দর্শকই না বুঝে করেন।
তাই ডিবি পুলিশের সঙ্গে দেখা করে কথা বলার পর রাফি দর্শকদের অনুরোধ করে বলেন, এ কাজটি আইনের দৃষ্টিতে একটি বড় অপরাধ। তাই যেসব দর্শক ‘সুড়ঙ্গ’ সিনেমার ভিডিওর অংশ নেটদুনিয়ায় শেয়ার করেছেন, তারা দয়া করে সাইট থেকে ভিডিওগুলো ডিলেট করুন। তা না হলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বাংলা সিনেমার পাইরেসি বন্ধ করতে শুধু যে নেটদুনিয়ায় ভিডিও আপলোডকারীই গ্রেফতার হবেন এমন নয়। ওই ভিডিও যেসব দর্শক বিভিন্ন সাইটে শেয়ার করবেন কিংবা নিজের ফেসবুক টাইম লাইনে দেবেন এমনকি কমেন্টে ওই ভিডিও শেয়ার দেবেন তারাও সমান অপরাধী বলে বিবেচিত হবেন। এমনটাই জানিয়েছেন খ্যাতিমান নির্মাতা রায়হান রাফি।