অপরাধ সময় ডেস্ক রিপোর্ট:দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া এক ব্যক্তির নাম রেদোয়ান ইসলাম। তার বিরুদ্ধে উঠেছে একাধিক গুরুতর অভিযোগ, যার মধ্যে রয়েছে অর্থ আত্মসাৎ, জাল সার্টিফিকেট ব্যবহার এবং অবৈধ উপায়ে সম্পদ অর্জন।
সূত্র জানায়,বগুড়া এক অজোপড়া গায়ের থেকে উঠে এসেই অল্প কিছুদিনের মধ্যেই কোটিপতি হওয়া জেনো রহস্যময় যুবক কে এই রোদোয়ান। সরে জমিনে অনুসন্ধানে জানা যায় ডেমরার সারুলিয়া এলাকায় অবস্থানকালে রেদোয়ান অন্তত ১ কোটি ৪২ লক্ষ টাকা দুর্নীতি করে আত্মসাৎ করেন। তবে এখানেই শেষ নয়—ঢাকার বিভিন্ন এলাকায়, বিশেষ করে মিরপুরে তার রয়েছে একাধিক বাড়ি, ফ্ল্যাট, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান।
জানা গেছে, তিনি এসব অবৈধ আয়ের অর্থে ঢাকায় গড়ে তুলেছেন একাধিক বিলাসবহুল বাড়ি ও গাড়ির বহর। পাশাপাশি গোপনে চালাচ্ছেন একাধিক ব্যবসা, যেগুলোর আয় উৎস সম্পর্কে কোনো বৈধ কাগজপত্র নেই।
অভিযোগ রয়েছে, রেদোয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাশের জাল সনদ ব্যবহার করে নিজেকে শিক্ষিত প্রমাণের চেষ্টা করেছেন। আরো জানা যায় মেডিকেলের একজন স্টাফ নার্স কে ও ব্ল্যাকমেইল করে বিয়ে করেন তিনি। তার এসব কার্যকলাপ নিয়ে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ লিখিত অভিযোগ জমা পড়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে সমাজে নেতিবাচক বার্তা যাবে এবং দুর্নীতিবাজদের সাহস আরও বাড়বে। বিস্তারিত আসছে খুব শীঘ্রই।