স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ভাইস চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে এলাকাবাসীর রয়েছে নানান অভিযোগ। নাচোল উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক পদটি ভাগিয়ে নিতে দৌড় ঝাপ শুরু করেছেন আবু তাহের। এলাকাবাসী ও বিএনপি’র একাধিক সূত্রে জানা গেছে তার সমর্থন বর্তমানে তলানিতে রয়েছে। কারণ সম্পর্কে জানা গেছে -আবু তাহের খোকন ২০০১ সালে বিএনপির প্রার্থী সৈয়দ মঞ্জুর হোসেনের বিপক্ষে কুলা মার্কার প্রার্থী খোরশেদ আলম বাবুর পক্ষে নির্বাচন করেছেন। ২০০০৮ সালে আলহাজ্ব আমিনুল ইসলামের পক্ষে নির্বাচন করার কারণে আবু তাহের উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে নৌকা মার্কা প্রার্থী জিয়াউর রহমানের পক্ষে নির্বাচন করেন আবু তাহের খোকন। যার বহু প্রমাণ অনেকের হাতে রয়েছে। ফলে এলাকার ত্যাগি বিএনপি নেতাকর্মীদের মনে কষ্ট থাকায় তাকে সমর্থন করতে নারাজ অধিকাংশ নেতা কর্মী। তাছাড়া এলাকায় ভূমিদস্যু হিসাবে জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মে লিপ্ত রয়েছেন আবু তাহের খোকন। তাছাড়া সাবেক সংসদ সৈয়দা আসিফা আশ্রাফি পাপিয়ার টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে আবু তাহের খোকনের বিরুদ্ধে। তিনি আসন্ন নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক পদ পেলে বিএনপি’র ত্যাগী নেতাকর্মীদের মধ্যে জটিলতা সৃষ্টি হবে। তারেক রহমান সহ বিএনপির নীতি নির্ধারণি মহলের কাছে আবু তাহের খোকনকে কোন পথ না দেওয়ার জন্য দাবি জানিয়েছেন এলাকার সকল শ্রেণীরনেতা -কর্মী( চলমান)।