নিউজ ডেস্ক: নেত্রকোনা শহরের মেছুয়া বাজারে ভোর থেকেই জমে ওঠেছে সবজির বাজার। বিভিন্ন এলাকা থেকে আসা পাইকাররা আড়ত থেকে নিয়ে যাচ্ছেন সবজি। তবে গত কদিন ধরে সবজির সরবরাহ কম থাকায় বেড়ে গে ছে সব ধরনের সবজির দাম।
আড়তদাররা বলছেন, বৃষ্টিপাত হওয়ায় সরবরাহ কমে গেছে স্থানীয় সবজির। একই প্রভাবে যোগান কম কুষ্টিয়া ও রাজশাহী থেকে আসা সবজির। এ কারণেই কাঁচা বাজারে সব ধরনের সবজির দাম। বাড়তি এ দামের প্রভাব পড়ছে খুচরা বাজারেও।
আড়তদার জাহাঙ্গীর আলম জানান, এখন স্থানীয় ভাবে কোন সবজি নেই। যে কারণে বাইরে থেকে সবজি আসার অপেক্ষা করতে হয়। সেখানে যোগান কম হলে বেড়ে যায় দাম। ফলে বেশি দরে কেনা ছাড়া উপায় থাকে না।
বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে পটলের দাম ১৫ থেকে ২০ টাকা থাকলেও আজকের বাজারে শুক্রবার (১১ আগস্ট) তা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা। কাঁচা মরিচ গত সপ্তাহে ১০০ টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা।
করলা গত সপ্তাহে ছিল ৩৫ থেকে ৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। বেগুনের দাম ১৫ থেকে ২০ টাকা হলেও আজকে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে। ফুলকপি প্রতি পিস আগের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি দরে বিক্রি হতে দেখা গেছে।
প্রতিটি সবজি স্থানীয় বাজারে গিয়ে ক্রেতাদের কাছে আরও ১০ থেকে ১৫ টাকা বেশিতে বিক্রি হবে বলে জানায় আড়তদাররা।