- অপরাধ সময়. ডেস্কঃ
……………………………………………….
আলোচিত ভাইরাল হওয়া গায়ে হলুদের দিন পটিয়ায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক তরুণীর মৃত্যুর ঘটনায় মিজানুর রহমান ওরফে মোরশেদ পুরুষনামে কলঙ্ক সেই কুলাঙ্গারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারএড়াতে সে ঘনঘন স্হান পরিবর্তন করতো।
অবশেষে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোরশেদ পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের মফিজুর রহমানের ছেলে।
নিহত তরুণী রীমা আক্তার একই ইউনিয়নের হীরা গাজী তালুকদার বাড়ির মনির আহমদের মেয়ে। মোরশেদের সঙ্গে গত শুক্রবার তাঁর বিয়ের দিন ধার্য ছিল। তবে বৃহস্পতিবার গায়েহলুদের দিন রীমা আক্তারের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর বাবা রাতে পটিয়া থানায় মোরশেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
চিরকুটে লেখা ছিল, ‘আমি পারছি না এত যন্ত্রণা নিতে। বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না। আজকের দিনেও তোমার যন্ত্রণা আমি নিতে পারছি না। আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছে, সেগুলো শোধ করে দিয়ো।’
পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তার মোরশেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে রীমা আত্মহত্যার আগে তাঁকে ফোন করেছিলেন। এ সময় যৌতুকের অবশিষ্ট কিছু টাকা ও আসবাব পাঠানো না হলে বিয়ে করবেন না বলে মোরশেদ রীমাকে হুমকি দেন। জবাবে রীমা বলেন, বিয়ে না করলে তাঁর মরা ছাড়া উপায় নেই।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, ঘটনার পর থেকে মোরশেদ গ্রেপ্তার এড়াতে ঘন ঘন এলাকা পরিবর্তন করতেন । তাঁকে ধরতে শরীয়তপুরেও অভিযান চালানো হয়েছিল। পরে সিলেট থেকে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।