ফিটনেস পরীক্ষায় সবাইকে ছাড়িয়ে শান্ত

খেলার ডেস্ক: এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে বৃহস্পতিবার (৩ জুলাই) ফিটনেস পরীক্ষা হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের। মিরপুরের ইনডোর স্টেডিয়ামে হওয়া এই ফিটনেস পরীক্ষায় সবাইকে ছাড়িয়ে সেরা হয়েছেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো বড় আসরের আগে খেলোয়াড়দের ফিটনেস পরখ করে নেয়ার জন্য জাতীয় দলের খেলোয়াড়দের ‘ইয়ো ইয়ো’ টেস্ট নিয়েছেন ট্রেনার নিক লি। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এই ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন জাতীয় দলের প্রায় ২১-২২ জন ক্রিকেটার।

জানা গেছে, নিক লি’র ইয়ো ইয়ো টেস্টে স্কোরের মানদণ্ড ধরা হয়েছিল ১৮.৬। বেশিরভাগ ক্রিকেটারই সেখানে ১৭ থেকে ১৮-এর মতো পেয়েছেন। সবচেয়ে বেশি ১৯.৫ স্কোর করেছেন শান্ত। তরুণ পেসার তানজিম হাসান সাকিব ১৯.৩ পেয়ে ছিলেন দ্বিতীয় স্থানে। 
 
ফিটনেস পরীক্ষার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ট্রেনার নিক লি। সেখানে তিনি বলেন,  ‘সবার (টেস্টের) পারফরম্যান্স প্রায় একই রকম ছিল। এখানে এমন ক্রিকেটারও ছিল, যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে ছিল না অথবা চোটে ছিল কিংবা দলের বাইরে ছিল। তাদের কিছুটা কম ছিল। তবে সব মিলিয়ে কেউই কম গতিতে ছিল না। সবাই মোটামুটি একই রকম ছিল।’  
গত দুই দিন ধরেই ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ব্যাপক তোড়জোড় চলছে। বুধবার মেডিকেল পরীক্ষার পর বৃহস্পতিবার হলো ইয়ো ইয়ো টেস্ট। বিসিবির সূত্র জানিয়েছে, ক্রিকেটাররা কোন অবস্থায় আছেন তা দেখতেই এই ফিটনেস পরীক্ষা। এ পরীক্ষায় উতরাতে না পারলেও দুশ্চিন্তার কিছু নেই। আগামী ৮ আগস্ট টাইগারদের স্কিল ক্যাম্প শুরুর আগেই এশিয়া কাপের জন্য ২১-২২ জনের প্রাথমিক দল ঘোষণা করবেন নির্বাচকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *