বজ্রপাতে সাতজনের মৃত্যু

অনলাইন ডেস্ক : দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে নারী-শিশুসহ মোট সাত জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিনজন।

রোববার (২১ মে) বিকেলে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের সময় তাদের মৃত্যু হয়।


ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিয়ার্তা কোটপাড়া গ্রামে আবুল ফরাজীর ছেলে জুনায়েদ (৯) ঝড়ে আম কুড়ানোর সময় বজ্রপাতে মারা যায়। এসময় তার সঙ্গে থাকা আরও ২জন আহত হয়ে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি আছে।
এদিকে জেলার গফরগাঁও উপজেলার কোণাপাড়া গ্রামে বিকেলে ফুটবল খেলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মোহাম্মদ আসিফ (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হাওয়ায় রোড় এলাকায় বজ্রপাতে জহুরুল ইসলাম (৩১) ও ইসলামপুর উপজেলায় মোর্শেদা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

জহুরুল ইসলাম টাংগাইল জেলার ঝাওয়াইল গোপালপুরের সোনামুই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। আর মোর্শেদা বেগম উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ ডেবরাইপ্যাচ গ্রামের ফুলু মিয়ার স্ত্রী।

এদিকে দিনাজপুরের চিরিরবন্দরে গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে আহসান হাবীব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় নাহিদ (১২) এক কিশোর গুরুতর আহত হয়।  আহসান হাবীব উপজেলার গোবিন্দপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
 
সুনামগঞ্জের ধর্মপাশায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে পলাশ (১৪) ও মুনতাসিন (১৩) নামের  দুই কিশোর নিহত হয়েছে। নিহত পলাশ হরিপুর গ্রামের শাহজুল ইসলামের ছেলে ও মুনতাসিন একই গ্রামের শামসুল হকের ছেলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *