ভারতের লাদাখে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:শনিবার (১৭ জুন) দিবাগত রাত সোয়া দুইটার দিকে লাদাখের লেহ জেলার ২৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে কম্পন অনুভূত হয়।তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইটারে জানিয়েছে, ভারতের লাদাখের লেহ জেলার ২৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে এর কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি ।
 
এর আগে মঙ্গলবার (১৩ জুন)  উত্তরাঞ্চলের জম্মু-কাশ্মীরের কাটরা শহরে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। 
একই দিন দুপুর দেড়টার দিকে ভারতের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল জম্মু-কাশ্মীরের দোদা অঞ্চল। দেশটির উত্তরাঞ্চলের বেশকিছু এলাকার পাশাপাশি রাজধানী নয়াদিল্লিতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *