মিথুন কর্মকার, আমতলী বরগুনা
বরগুনা আমতলীতে আজ সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনাকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিনব্যাপী নির্বাচন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম।
কর্মশালায় নির্বাচন পরিচালনাকারী ব্যক্তিদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক মু. রফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে। আমরা নির্বাচন কমিশনের অধীনে থেকে সে কাজে সহযোগিতা করব।
যদি কেউ নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।