ভ্যাট দিতে না চাইলে জিনিসপত্র কিনবেন না, পরিকল্পনামন্ত্রীর পরামর্শ

নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য পণ্য কিনতে ভ্যাট দিতে না চাইলে পণ্য না কেনার পরামর্শ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (৩ জুন) দুপুরে মেট্রোপলিটন চেম্বার ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত বাজেট পর্যালোচনা সভায় একথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ভ্যাট রাজস্ব আহরণের একটি ভালো পদ্ধতি। ভ্যাট না দিতে চাইলে জিনিসপত্র কিনবেন না।’ 
 
এ সময় ন্যুনতম দুই হাজার টাকা করের পদ্ধতি মানুষকে করের সঙ্গে সম্পৃক্ত করবে বলেও জানান মন্ত্রী।
 
অনুষ্ঠানে কৃষিতে ভর্তুকি চালিয়ে যাওয়ার কথা জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, নির্ধারিত কয়েকটি খাতেই ভর্তুকি দেয়া হবে। পাশাপাশি মূল্যস্ফীতি কমাতে সরবরাহ স্বাভাবিক করা ও বাজারকে স্থিতিশীল করার বিষয়ে গুরুত্বরোপ করেন তিনি। 
 
রাজস্ব আহরণের বিষয়ে মন্ত্রী মান্নান বলেন, ‘৭ জেলায় পরীক্ষামূলকভাবে ট্যাক্স কালেক্টর দিয়ে রাজস্ব আহরণ করা হবে। সফলতা এলে প্রক্রিয়াটি স্থায়ী করা হবে।’
 
বাজেট পর্যালোচনা নিয়ে পিআরআই ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ বলেন, বাজেটে দুর্নীতি ও কর ফাঁকি না কমিয়ে গরিবের ওপর চাপ দেয়া হচ্ছে। এটা ঠিক না। কর ব্যবস্থায় সুশাসন আনতে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *