নিজস্ব প্রতিনিধি : রংধনু মিডিয়া এ্যাডভারটাইজিং এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেন সরকার কে ৩য় বারের মত মরিচাকান্দা জিয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা নির্বাচিত করা হয়েছে। সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসী, সংশ্লিষ্ট শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি জানান, ১৯৯২ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে মরিচাকান্দা জিয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়টি উপজেলা ছাত্রদলের সহ সভাপতি হিসেবে আমি নিজে এবং এলাকাবাসীসহ নিঃস্বার্থে স্কুলটি প্রতিষ্ঠা করি। বিগত ১৬ বছর পতিত স্বৈরশাসকের রোষানলে পরে শুধু নামের কারণে স্কুলটিতে নূন্যতম উন্নয়ন হয়নি। স্কুলটি উন্নয়নের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।