মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

হামিদুল আলম সখা:২৬ জুন ২০২৩ তারিখ  , বিকাল ৪ টায় ” মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের ভূমিকা “শীর্ষক আলোচনা সভা  রাজধানীর শিশু কল্যাণ পরিষদের ভিআইপি সেমিনার হলে অনুষ্ঠিত হয়।অতিশ দীপঙ্কর গবেষণা পরিষদ এর আয়োজনে এবং অমর প্রকাশণীর সহযোগিতয়  সভায় সভাপতিত্ব করেন  বাংলা একাডেমির উপ পরিচালক সাহেদ মন্তাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ড.  বিকিরণ  প্রসাদ বড়ুয়া।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিশ দীপঙ্কর গবেষণা পরিষদ এর চেয়ারম্যান ও মিরপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ গোলাম কাদের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটি সদস্য ও ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা,  ড. হানিফ খান, প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী, মোঃ শহিদুল্লাহ খান স্বপন,সালেহা ইভা , ডা. রঙ্গলাল কয়াল,কবি মাহবুব লাভলু, সাংবাদিক শামিমা আক্তার প্রমুখ।
আলোচনা শেষে  মাদক বিরোধী স্বেচ্ছাসেবীদের মাঝে মাদক বিরোধী এওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *